কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রাম ভিত্তিক ভিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার লোহাজুরী ইউনিয়নের আপ্তাব মুন্সী বাড়ি মোড়ে ১২ অক্টোবর হতে ২৩ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবসের প্রশিক্ষণ বৃহস্পতিবার দুপুরে শেষ হয়েছে। এতে ৩৬ জন পুরুষ ও ৩৭ জন নারী মোট ৭৩ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ হাজার ৫ শত টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মোছা. ফরিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক (সদ্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন লোহাজুরী ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন, সিনিয়র দন্ত চিকিৎসক মো. আফজাল হোসেন, লোহাজুরী ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার মো. আজিম উদ্দিন ও ভিডিপি দলনেত্রী নাজমা আক্তার প্রমুখ।

