
মেহেদী হাসান, রাঙামাটি:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলা সদরের কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারে এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নানিয়ারচর উপজেলা সদরে অনুষ্ঠিত সভায় ধর্মীয় দেশনা প্রদান করেন, নানিয়ারচরের ঐতিহ্যবাহী রত্নাঙ্কুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ও পুটিখালি বন বিহার অধ্যক্ষ স্মৃতিরক্ষি স্থবির ভান্তে।
এর আগে সকালে ধর্মীয় দেশনা প্রদান করেন, রামগড় থেকে আগত প্রজ্ঞামুক্তি বনবিহার অধ্যক্ষ বিমুক্তি জ্যোতি স্থবির ভান্তে ও কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ আলো ভিক্ষু।
অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চিবরদান সহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কিনাপুতি জনবল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রীতি আলো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা ও নানিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি রণ বিকাশ চাকমা।
দ্যা চেঙ্গী চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়া ও থৈ চাঙমা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জ্ঞাননন্টু চাকমার সঞ্চালনায় এসময় কিনাপতি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা মধূসুদন চাকমা, রত্নাঙ্কুর বন বিহারের বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপ্তিময় চাকমা ও সদস্য তাপস চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান দায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক এ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হয়ে না পারায় এসময় তার পক্ষে চিবর দান করেন, নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রনব চাকমা গালা।