
স্টাফ রিপোর্টার:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলমের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২১ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুবকল্যাণ তহবিল অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচিত ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকা জেলার যুব সংগঠনসমূহের সমন্বয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ১,০৫০টি যুবসংগঠনকে মোট ৫ কোটি ৪১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।