ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

২২ দিন পর আজ থেকে ইলিশ ধরা শুরু

প্রতিবেদক
editor
অক্টোবর ২৬, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হল গতকাল শনিবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমে যান হাজারো জেলে।

এছাড়াও রবিবার (২৬ অক্টোবর) বাজারে ইলিশ পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানান।
গত ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এবার আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন মা-ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং সফল ভাবে তা পালন করা হয়। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে বলে অনেকের ধারণা। সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ সিদ্ধান্ত নেন।

গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলাফল ৫২ দশমিক ৫ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায়। এর ফলে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়।