ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আগামী শুক্রবার ফ্রি চিকিৎসা ও খৎনা সেবা কর্মসূচি

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ২৭, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম):

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগামী শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও খৎনা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘আদর্শ সমাজকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এদিন বিভিন্ন রোগের চিকিৎসা দিতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস, হাই প্রেসার, বাত-ব্যথা, গ্যাস্ট্রিক-আলসার ও হৃদরোগ বিশেষজ্ঞসহ শিশু রোগ, চর্মরোগ, নাক-কান-গলা এবং স্ত্রী, প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হবে।
এছাড়া দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের জন্য থাকবে বিনামূল্যে ডিজিটাল ডিভাইস মুসলমানী (খৎনা), নাক ও কান ফোঁড়ানো, ডায়াবেটিস চেকআপ ও ব্লাড গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের নিম্নআয়ের মানুষদের সুলভ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে সময়মতো উপস্থিত থেকে মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box