
কিশোরগঞ্জ সংবাদদাতা:
সোমবার (২৭ অক্টোবর) কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
পরিদর্শনকালে তিনি ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ, রাস্তা দখলমুক্তকরণ এবং পৌর এলাকার বাইরে থেকে শহরে প্রবেশকারী ব্যাটারিচালিত ইজিবাইক-অটোর চলাচল সীমিতকরণ কার্যক্রম তদারকি করেন।
ইতোমধ্যে যানজট নিরসনের লক্ষ্যে শহরের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে পৌরসীমার বাইরে থেকে আগত ইজিবাইক ও অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এসময় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী, জেলা বিএনপির সেক্রেটারি মোঃ মাজাহারুল হক, সদর থানার অফিসার ইনচার্জ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।