
মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিবেদক:
তারুণ্যের আইডল খ্যাত সাংবাদিক ও শিক্ষক এস.এম রায়হান। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন পোড়াবাড়িয়া গ্রামের তারাকান্দি ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মরহুম আলতাফ উদ্দিন ও হাজেরা খাতুন এর গুণধর সন্তান। তিনি ১৯৯২ সালের ২৭ অক্টোবর জন্ম গ্রহণ করেন।
সাংবাদিক রায়হান পোড়াবাড়িয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি পাস করেন। এরপর তারকান্দি ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম দুটোতেই জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে চান্স পান কিন্তু বিজ্ঞানের ছাত্র হওয়ায় পরবর্তীতে তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে রসায়ন বিভাগে ভর্তি হন। আনন্দ মোহন কলেজ থেকে অনার্স-মাস্টার্স দুটুতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে বর্তমানে ময়মনসিংহ ল কলেজে এলএলবি দ্বিতীয় পর্বে অধ্যয়নরত আছেন। পাশাপাশি ময়মনসিংহ নগরীর স্বনামধন্য একটি স্কুলে রসায়নের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি মোটরসাইকেল পার্টস্ এর ব্যবসার সাথেও জড়িত আছেন তিনি।
সাংবাদিকতা জীবনে আল ইহসান, ঢাকা মেইল ও দ্যা ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সেই সাথে ফেইস দ্যা পিপলস অনলাইন পোর্টালের নিউজ ইডিটরের দায়িত্ব পালন করেছেন সূচনালগ্ন থেকে। বর্তমানে ময়মনসিংহের জনপ্রিয় পত্রিকা ময়মনসিংহ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন
তিনি পাকুন্দিয়ার একমাত্র জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’র ক্রিয়েটর এন্ড এডমিন হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে জনমনে স্থান করে নিয়েছেন তিনি। ভবিষ্যতে আইনজীবী হওয়ার ইচ্ছে তাঁর।
আমরা এই গুণী তরুণ সাংবাদিক ও শিক্ষককে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও রক্তিম ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।