মাসুম পাঠান, স্টাফ রিপোর্টার:
২০০৬ সালের ২৮ আক্টাবর তারিখে পল্টন ট্রাজেডি দিবসে লগি-বৈঠার নৃশংস তান্ডবের বিচার দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিলটি দরগা জামে মসজিদ প্রাঙ্গণ বের হয়ে উপজেলা সতরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড পথ সভা করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা জামায়াতে নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, কিশোরগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতে সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে সেক্রেটারি মাহমুদুল হাসান, পৌর জামাতের আমীর আনিছুজ্জামান রুবেল প্রমূখ।
Facebook Comments Box

