ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ২৮, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান এবং পরে তাদের মাঝে নগদ আর্থিক সহায়তা করা হয়।

পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদি অঞ্চলের গণমানুষের নেতা অ্যাডভোকেট উদ্দিন জালাল। বিশেষ অতিথি হিসেবে পাকুন্দিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি তৌফিকুল ইসলাম তৌফিক এবং যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময়ই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এঁর আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদল দেশের কল্যাণে অবিরামভাবে কাজ করে যাবে। বক্তারা সবাইকে আহ্বান জানিয়ে বলেন-

গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের অধিকার আদায়ে যুবদলের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন।

Facebook Comments Box