পিরোজপুর সংবাদদাতা:
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, খাবার বিতরণ ও মাছের পোনা অবমুক্তি করেছে পিরোজপুর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সদর উপজেলা যুবদলের আয়োজনে কলেজ সড়ক থেকে সদর উপজেলা যুবদল নেতা শাহ জালাল ও যুবদল নেতা এস এম মেহেদী হাসানের নেতৃত্বে একটি শােভাযাত্রা বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কয়েক শতাধিক অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সদর উপজেলা যুবদল নেতা এস এম মেহেদী হাসান জানান, জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের নির্দেশে সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। র্যালি শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ ও মৎস্যপোনা অবমুক্ত করেন।
নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা যুবদলে যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান বাবু, সোহেল রানা মৃধা, বিএনপির সদস্য শাহিন মোল্লা, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তপু রায়হান সাহা হাজার নেতাকর্ম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, যুবদলের সদস্য কাজী রাকিব, মিন্টু হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা যুবদলকে আরও সংগঠিত ও গণমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ঘোষণা করে।

