মোঃ স্বপন বেপারী, লৌহজং সংবাদদাতা:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও আনন্দ র্যালি করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজারে বৃক্ষরোপণ ও আনন্দ র্যালি মাধ্যমে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
লৌহজং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ মোক্তার হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিনের নেতৃত্বে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের পাশে বৃক্ষরোপণ ও আনন্দ র্যালি মাধ্যমে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় র্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। বাদ্যযন্ত্রের তালে তালে উৎসব মুখর হয়ে উঠে আনন্দর্যালী। র্যালীটি ঘোড়দৌড় বাজার থেকে কনকসার পাকা ব্রিজ গিয়ে শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন লৌহজং তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ সাগর হোসেন বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ বাদল হাওলাদার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

