আব্দুল্লাহ আল আনসারী, বনগ্রাম (কটিয়াদি) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলাধীন বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতি ইউনিট গঠন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিটিপাড়া ৪নং ওয়ার্ডে নতুন দাওয়াতি ইউনিট গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বনগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইসাফী (আনহু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন শাখার রোকন ওবায়দুল্লাহ আল হাদী। এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বশীল ও স্থানীয় সদস্যবৃন্দ।
বক্তারা দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দাওয়াতের ভূমিকা অপরিসীম। নবগঠিত ইউনিটের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

