ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কৃত দাপুনিয়া ইউনিয়ন পরিষদ

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ৩১, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদরে জন্ম-মৃত্যু নিবন্ধন প্রদান কার্যক্রমে লক্ষমাত্রার শর্ত পুরণের সফল হওয়ায় সন্মাননা পুরস্কার পেয়েছেন উপজেলার ১০ নং দাপুনিয়া ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তারের হাতে এই পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান অফিসার ও ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মেহেদী হাসান জানান, ময়মনসিংহ সদর উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সবার সেরা জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের এই অর্জন সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সম্মিলিত ও ঐক্যান্তিক প্রচেষ্টার ফল। আমরা সবসময় মানুষের দৌরগোড়ায় সরকারী সেবা সমূহ সহজ ভাবে পৌছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সালমা আক্তার জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দাপুনিয়া ইউনিয়নকে প্রতিমাসে ০ _০১ বছরের ৮৫টা জন্ম নিবন্ধন ও ০_০১ বছরের ২৫টা মৃত্যু নিবন্ধনের লক্ষ মাত্রা দেওয়া হয়েছিলো। জন্ম মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন ভিত্তিক বরাদ্দকৃত সরকারের টার্গেট পূরণ করায় উপজেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত হন দাপুনিয়া ইউনিয়ন পরিষদ। এটা আসলে ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ বাহিনী, উদ্যোক্তা সহ সকলের প্রচেষ্টা ও সহযোগীতায় সম্ভব হয়েছে। এই স্বীকৃতি আমাদের আগামী দিনে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। আগামীতেও এর ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনে সফল হওয়ার এই সাফল্য অর্জন করে ইউনিয়ন বাসীকে গৌরবান্বিত করায় দক্ষ ও মেধাবী প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

Facebook Comments Box