
আব্দুল্লাহ আল আনসারী, বনগ্রাম (কটিয়াদী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক পোলিং এজেন্টদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মুজাম্মেল হক জুয়াদ্দার, প্রধান মেহমান হিসেবে উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বি.এস.সি, বিশেষ মেহমান হিসেবে উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও দক্ষ এজেন্টরা নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
এসময় কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।