চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কিশোরগঞ্জ ছাত্রফোরাম ঢাকা।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ নবনির্বাচিত জিএসকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, কিশোরগঞ্জ ফোরাম ঢাকা-এর সেক্রেটারি আব্দুল কাদের জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাসুদুর রহমান, সাবেক জেলা সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মবিন এবং সদস্য সচিব আশিকুর রহমান সাকিব।
ফোরামের নেতৃবৃন্দ নবনির্বাচিত জিএসের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
Facebook Comments Box

