
মোঃ গোলাম আযম আছলাম, নাজিরপুর সংবাদদাতা:
স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো টেকসই গনতন্ত্র গড়া সম্ভব হয়নি। জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদিহিতা মূলক একটি রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
তিনি গত ২৯ অক্টোবর, বুধবার নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের বিলডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নাজিরপুর উপজেলার উন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
স্থানীয় মত বিনিময় সভায় আরো বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দূর্নীতি বন্ধে এবার সারাদেশে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। মনে রাখতে হবে, সুযোগ বারবার আসেনা। এবার দেশের জনগন আর কোন দূর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না। জনগনের এই আকাংখা পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে ইসলামপন্থীদেরকে সরকার গঠনের জন্য বেশি করে সংসদে পাঠাতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, সমাজকল্যান সম্পাদক আনিস মল্লিক, যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, দেউলবাড়ি ইউনিয়ন আমীর জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারী আব্দুল কাইয়ুম, নাজিরপুর বাজার সমিতির সভাপতি আল আমিন খান, নাজিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুল হক, দেউলবাড়ি ইউনিয়নের সাবেক আমীর মোঃ এনামুল হক, শ্রীরামকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মশিউর রহমান, শাখারীকাঠি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।