মোঃ গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা সংবাদদাতা:
গত বুধবার (২৯ অক্টোবর) দৈনিক দেশ বুলেটিন ও স্বাধীন সূর্যদয় নেছারাবাদ উপজেলা প্রতিনিধি মো: রিয়াজুল ইসলামের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী হামলা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ঐদিন সকাল ১০ ঘটিকায় কাটা দৈহারী মাসুদ ফকিরের দোকানে বসে আব্দুল খালেক ইনস্টিটিউশন স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ভোটের মাধ্যমে হওয়ার কথা উঠলে হঠাৎ করে মোড় গুরিয়ে দেয় আওয়ামিলীগ সাধারণ সম্পাদক হাতেম আলীর পুত্র সামসুল হক (৪০)।
এক পর্যায় বাক বিতন্ডা শুরু হলে শামসুল হক হঠাৎ করে সাংবাদিক রিয়াজুল ইসলামের উপর হামলা করে। রিয়াজুল ইসলামকে দোকানের মধ্যে আটকে রেখে তার লোকজন নিয়ে এসে দোকান খুলে বেধড়ক মারপিট করে।
এ সময় উপস্থিত ছিলেন মো: লাভলু হাওলাদার (কাটা দৈহারী), মো: মাসুদ ফকির (ভরতকাঠী), উজ্জল বিশ্বাস (ভরতকাঠী) প্রমূখ।
সাংবাদিক রিয়াজুল আহত হয়ে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ২দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। মোঃ হাতেম আলীর দুই ছেলে মোঃ সামছুল হক (৪৫) ও মোঃ মিজান হাওলাদার (৪০) কে বিবাদী করা হয়। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার অনুরোধ জানান। এই ঘটনায় নেছারাবাদ উপজেলার কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়ে গুলা বাহিনীর কাছে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

