
আব্দুল্লাহ আল আনসারী বনগ্রাম (কটিয়াদী) সংবাদদাতা:
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামের মরহুম রফিকুল ইসলামের জানাযা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল অংশগ্রহণ করেন।
মরহুমের দাফন শেষে শফিকুল ইসলাম মোড়ল বলেন, “মরহুম রফিকুল ইসলাম ছিলেন ধর্মপ্রাণ, সমাজসেবী ও ন্যায়পরায়ণ মানুষ। আমরা তাঁর আত্মার মাগফিরাত ও পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করি।” এছাড়াও তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।