
বাজিতপুর সংবাদদাতা:
বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমীর এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি এ গণসংযোগ করেন।
এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।