
মোঃ গোলাম আযম আছলাম, পিরোজপুর সংবাদদাতা:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উত্তর ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।
এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে ঐ বিদ্যালয় ও ০১নং উত্তর পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীর চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
উত্তর ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতুল চন্দ্র বেপারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল প্রমুখ।
এছাড়াও ভান্ডারিয়ায় দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের সহযোগিত চাইলেন বিএনপি বিএনপি'র নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া প্রেসক্লাবে সাংবাদিক সঙ্গে এক মত বিনিময় সভায় পিরোজপুর-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন ভান্ডারিয়া উপজেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের সহযোগিত চাইলেন।
প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাহমুদ মিঠু, গণমাধ্যমকর্মী অধ্যাপক বশীর উদ্দীন, মো. তরিকুল ইসলাম প্রমূখ। পরে এ বিএনপি নেতা তার ব্যক্তিগত তহবিল থেকে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য ২লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেন।