ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া সরকারি কলেজে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ৩১, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ ও নবীনবরণ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর২০২৫) দুপুর সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিবিরের সভাপতি হাফেজ মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির একটি নিয়ম-শৃঙ্খলাভিত্তিক সংগঠন। এখানে কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একজন সাধারণ কর্মী পর্যন্ত সবাই রিপোর্টিংয়ের আওতায় থাকে। প্রতিদিনের শিক্ষাগত, ধর্মীয়, সামাজিক ও ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়মিতভাবে লিপিবদ্ধ করতে হয়।”
তিনি আরও বলেন, “আমাদের সংগঠনে সাহিত্য, গবেষণা, প্রশিক্ষণসহ নানা বিভাগ রয়েছে—যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী বিকশিত হওয়ার সুযোগ পায়। সমাজে ইতিবাচক কাজের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, ইতিবাচক চিন্তা ও লক্ষ্যনির্ভর জীবনের মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া শহর শিবিরের মিডিয়া ও এইচআরডি সম্পাদক সাব্বির হোসেন। এতে আরও বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি হাফেজ আব্দুল আল মামুন প্রমুখ।

এ সময় কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, শহর শিবিরের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশসহ সরকারি কলেজ ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box