সাইফুল ইসলাম শান্ত, নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাবর আজমের জন্য এক বিশেষ মুহূর্ত ছিল। লক্ষ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসন নিজের করা। সে জন্য দরকার ছিল মাত্র ৯ রান। প্রথম ম্যাচে শূন্য করে সেই সুযোগ থেকে যায় পরের ম্যাচের জন্য। অবশেষে লাহোরে দ্বিতীয় ম্যাচে ১১ রান করেই শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
১২৩ ইনিংসে বাবরের মোট রান এখন ৪২৩৪। ব্যাটিং গড় ৩৯.৫৭ এবং স্ট্রাইক রেট ১২৮.৭৭। এই ফরম্যাটে তার রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি।
রোহিত শর্মাকে টপকে গেছেন ২৮ ইনিংস কম খেলে। রোহিতের রান ৪২৩১, ইনিংস ১৫১। বিরাট কোহলি আছেন তৃতীয় স্থানে ৪১৮৮ রান নিয়ে। ফলে দীর্ঘদিন শীর্ষে থাকার সুযোগ পাচ্ছেন বাবর আজম। যদিও ইংল্যান্ডের জস বাটলার (৩৮৬৯) ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৩৭১০) এখনও কাছাকাছি আছেন। তবে ধরা যাচ্ছে বাবর তার এই স্থান ধরে রাখবেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক (শীর্ষ পাঁচ):
বাবর আজম – ১২৩ ইনিংসে ৪২৩৪ রান, রোহিত শর্মা – ১৫১ ইনিংসে ৪২৩১ রান, বিরাট কোহলি – ১১৭ ইনিংসে ৪১৮৮ রান, জস বাটলার – ১৩২ ইনিংসে ৩৮৬৯ রান ও পল স্টার্লিং – ১৫০ ইনিংসে ৩৭১০ রান।

