ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ সীমান্তে পুলিশ চেকপোস্ট উদ্বোধন

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল আনসারী, বনগ্রাম (কটিয়াদী) প্রতিনিধি:

রবিবার (২ নভেম্বর) কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ সীমান্তে নবনির্মিত পুলিশ চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার, অপরাধ দমন, ও জনসাধারণের চলাচলে নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা লাবনী আক্তার তারানা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, লোহাজুরী ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুর রহমান, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসাইনসহ প্রমুখ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই চেকপোস্ট প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক চোরাচালান ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে পুলিশের কার্যক্রম আরও তৎপর হবে। স্থানীয় জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ।”

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,
“জনগণের সহযোগিতা ও প্রশাসনের যৌথ উদ্যোগেই একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব। এই চেকপোস্ট হবে জননিরাপত্তার একটি নতুন দিগন্ত।”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে চেকপোস্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box