ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে নিহত রেফায়েতুল্লাহ ও বিল্লাল হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালন

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

গত ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অবরোধ চলাকালীন সময়ে ছয়সূতী বাসস্ট্যান্ডে আওয়ামী পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি শহীদ রেফায়েতুল্লাহ এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার ছয়সূতী খেলার মাঠে ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যু্গ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।

এসময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন (রতন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এড. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান ও কুলিয়ারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এড. মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি এড. মুহাম্মদ শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়য়ক সম্পাদক এনায়েতুল্লাহ্ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার এ আলম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.কামরুল ইসলাম (মুছা), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুদ আহমেদ, রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, উছমানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. কাশেম মিয়া, সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মো. মুখলেসুর রহমান মঞ্জু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সারফ উদ্দিন খান সুপন, উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. বিলকিছ আক্তার রেখা, কুলিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আওয়াল তালুকদার, মো. জুয়েল রানা, মো. রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, মিশকাত তালুকদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশীদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, উপজেলা মৎস্য জীবী দল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল ও জাসাস এর নেতা-কর্মীবৃন্দ।

এসময় বক্তারা শহীদ রেফায়েত উল্লাহ ও শহীদ বিল্লাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীফুল আলমকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এসময় শহীদ রেফায়েত উল্লার পিতা মো. কাউসার মিয়া বলেন, “আজ দুই বছর হলো আমার সন্তানের বিচার পাইনি। আমি আমার সন্তানে দৃষ্টান্তমূলক বিচার চাই। হত্যাকারী আওয়ামী পুলিশের বিচার চাই।
শহীদ বিল্লাল হোসেনের স্ত্রী আন্না আক্তার তার স্বামী বিল্লাল হোসেনের হত্যার বিচার দাবী করে তিনি বলেন, আমার তিনটি সন্তান আছে। আমার সন্তানরা কি বাবার আদর পেতে ইচ্ছা হয়না। আমি এ হত্যার বিচার চাই।”

Facebook Comments Box