ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদে স্বাক্ষর করেও আইনি ভিত্তি না দেয়া প্রতারণার শামিল: ছাত্রশিবির সভাপতি

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম শান্ত, নিজস্ব প্রতিবেদক:

শনিবার (১ নভেম্বর) বিকাল বেলায় জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এ কথা তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল। তার মধ্যে প্রধান কাজ হলো- যারা আমাদের ছাত্রদের ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হত্যা করেছে, তাদের গণহত্যার বিচার করা। পাশাপাশি রাষ্ট্রের দীর্ঘদিনের অচলাবস্থায় থাকা প্রতিষ্ঠানগুলোর গুণগত সংস্কার করা এবং এমন একটি নির্বাচন আয়োজন করা যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।

তিনি আরো বলেন, গণহত্যার বিচারে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা ধীরগতির। এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ হয়নি। আমরা আশা করি সরকার দ্রুত সে বিষয়ে পদক্ষেপ নেবে। একই সঙ্গে জুলাই সনদের মাধ্যমে যে সংস্কারের ঐক্যমত গঠিত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করলেও আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নে অনেকেই বাহানা করছে, যা খুবই দুঃখজনক।

জাহেদুল ইসলাম আরো বলেন, দীর্ঘ আলোচনার পর একটি সনদে স্বাক্ষর করে পরে আইনি ভিত্তি না দেওয়ার চেষ্টা করা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা আশা করি সরকার দ্রুত জুলাই সনদকে আইনি ভিত্তি দেবে এবং গণভোটের আয়োজন করবে। গণভোটের মাধ্যমে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে ও তা স্থায়ি হবে।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ সহ সাবেক ও বর্তমান ইসলামী ছাত্রশিবির নেতারা।

Facebook Comments Box