
আফসার উদ্দিন, পাকুন্দিয়া সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমির খসরু শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ ও জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানখান বাদল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম উদ্দীন পোটন, ০১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক, চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ও কেন্দ্রীয় যুবদলের নেতা মো: মঞ্জুরুল হক মঞ্জু, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিকুল ইসলাম, তারাকান্দি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান মোফাজ্জল, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ শাহজাহান, মঠখোলা হাজী জাফর আলী কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক তরিকুল হাসান শাহিন, চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইলিয়াস উদ্দীন চুন্নু, তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুলের পরিচালক এ.টি.এম খলিলউল্লাহ শাকিল, চরকাওনা কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম এবং পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ছোটন প্রমুখ।
এছাড়াও মো: আল মামুন মিঠু, রাখেন রাসেল আহমেদ, এটিএম খলিলুল্লাহ, মাহবুব আলম মিঠু, জহুরুল ইসলাম, এমদাদুল হক সজীব প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কে এম তানজির উল আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে স্বপ্ন ডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন ৩২৪ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন।