আমীর হামজা, (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়া জেলা বিএনপির চার আসন দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের গভীর মূল্যায়ন, স্থানীয় নেতৃবৃন্দের মতামত ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিবেচনা করে রবিবার রাতে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
মনোনীত প্রার্থীরা হলেন—
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে: জননন্দিত নেতা রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে: তরুণ ও উদীয়মান রাজনীতিক রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে: বিশিষ্ট সমাজসেবক ও অভিজ্ঞ সংগঠক মোঃ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে: তরুণদের প্রিয় মুখ, জননেতা সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সক্রিয়, সৎ এবং ত্যাগী নেতাদের অগ্রাধিকার দিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। প্রার্থীদের মধ্যে কেউ সাবেক সংসদ সদস্য, কেউবা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মীরা দলে দলে ব্যানার–পোস্টার নিয়ে প্রিয় প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন।
দলীয় নেতাদের মতে, কুষ্টিয়ার রাজনীতি সবসময়ই জাতীয় পর্যায়ে প্রভাব রাখে। এবারের নির্বাচনে বিএনপির এই চার প্রার্থীই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনোনীত প্রার্থীদের সুনাম, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক কুষ্টিয়ায় বিএনপিকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। তারা মনে করছেন, এই প্রার্থীরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করেন, তবে জেলার চারটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি।
একই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও আশাবাদী— “এই প্রার্থীরা গণমানুষের প্রতিনিধি, তারা জনগণের ভোটে বিজয়ী হবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন।”

