মোঃ গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি:
নেছারাবাদে পণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক সোমবার (৩ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।
নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় সহকারি পরিচালক ইন্দেরহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই মিষ্টির দোকানীকে ৮ হাজার টাকা করে ১৬ হাজার এবং জাকির ষ্টোরকে ৯ হাজার টাকা, সোহাগ ষ্টোরকে ৬ হাজার টাকা ও গোপাল সাহা ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন মোহাম্মদ জাকির হোসেন (মুদি দোকানে) বিষাক্ত এমোনিয়া বিক্রয়ের জন্য ১৫০০০ টাকা জরিমানা এবং পলাশ দাস মিষ্টিতে রং মিশ্রণের দায় ১০ হাজার টাকা জরিমানা।
সহকারী পরিচালক দেবাশিষ রায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকের অভিযানে পাঁচটি দোকানে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে ইচ্ছুক জনতা চতুর্দিকে ভিড় জমায়। তারা অভিযানকে সাধুবাদ জানায় এবং অনেককে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। জনসাধারণ এ ধরনের অভিযান প্রতিনিয়ত যাতে পরিচালিত হয় এই আশা ব্যক্ত করেন। বিপরীতে অভিযান চলাকালীন অনেক দোকানদারকে দোকানের শাটার বন্ধ করে শটকে পড়তেও দেখা যায়।

