
কিশোরগঞ্জ সংবাদদাতা:
রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করণে মাটি পরীক্ষা ও খামারি এপস ব্যবহার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে সদরের বিভিন্ন ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ হারুন অর রশিদ, সদর উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার মাঈন উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নবী হোসেন, রবিউল ইসলাম, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, জহিরুল হকসহ মাইজখাপন ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।