
উল্লাপাড়া প্রতিনিধি:
বিএনপি মনোনীত প্রার্থীর আগমন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ ও বড়হর হাজী আব্বাস আলী আলিম মাদ্রাসায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া নেতা আকবর আলী উল্লাপাড়ায় আসবেন— এমন খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি নিতে থাকেন। দুপুরের দিকে শিক্ষকরা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন বলে জানা গেছে।
অভিভাবক ও সচেতন মহল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার দুঃখজনক। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে রাজনৈতিক কার্যক্রমের জন্য ছুটি ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বড়হর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আকবর আলী সাহেব মনোনয়ন পাওয়ায় আমাদের শিক্ষকরা তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। তাই সাময়িকভাবে ছুটি দেওয়া হয়। শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী আব্বাস আলী আলিম মাদ্রাসাতেও ছুটি দেওয়া হয়েছে।”
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, “বিষয়টি আমার জানা নাই আপনার মাধ্যমে জানতে পারলাম, প্রধান শিক্ষক ও সভাপতির সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”