ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে মসজিদে ঢুকে হামলা ও ভাংচুর: গ্রেপ্তার ২

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ৪, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি মসজিদে ঢুকে ইমামসহ মুসল্লিদের মারধর, হামলা ও মসজিদের আসবাবপত্র ভাংচুরের ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে শেরপুর শহরের নয়ানী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের জহিরুল ইসলামের পুত্র উমর ফারুক ওরফে ফারুক পাগলা (৩৫) ও তার সহোদর ভাই ফরহাদ হোসেন (২৭)।

থানা পুলিশ সূত্র জানায়, গত শনিবার উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার চেল্লাখালী নদীর পশ্চিম পাড়ে উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটানো হয়। ওইদিন সন্ধ্যায় ফরহাদ হোসেন, উমর ফারুক ও রুবেল নামের তিনজন মদ্যপ অবস্থায় মসজিদের ভেতরে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আযান হবে না।’

এই ঘটনায় ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাংচুর করে।

এসময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। গ্রামবাসি আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাংচুরের ঘটনায় মঙ্গলবার দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Facebook Comments Box