
আব্দুল্লাহ আল আনসারী, বনগ্রাম (কটিয়াদী) প্রতিনিধি:
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কুড়িয়াপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন যুবক গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন— কুয়েত প্রবাসী নোবেল (পিতা: ইব্রাহিম), যিনি গুরুতরভাবে পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং তার পায়ে রড বসানো হয়েছে, আসিফ (পিতা: আঃ বাক্কার) ও অনিক মিয়া (পিতা: মতিউর রহমান)।
দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-০২ (কটিয়াদি-পাকুন্দিয়া) সংসদীয় আসনে এমপি পদপ্রার্থী ও কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম মোড়ল পরিদর্শন করেন। আহতদের খোঁজখবর নেয়ার জন্য বাড়িতে যান এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।