পুলেরঘাট, পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
খেলাধুলা একটি জাতির শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। এই লক্ষ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় প্রতিষ্ঠিত কিশোর ফুটবল একাডেমি খেলাধুলার জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই একাডেমি স্থানীয় তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও বন্ধুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে একাডেমির শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিজেদের যোগ্যতা প্রমাণ করছে।
পরিচালক মোঃ কামরুল ইসলাম বলেন, একাডেমিটি শুধু ফুটবল নয়, খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলছে। এখান থেকে উঠে আসা অনেক তরুণ খেলোয়াড় জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করছে, যা পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জের গৌরব বৃদ্ধি করেছে।
খেলাধুলা মানুষের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকে করে প্রফুল্ল ও আত্মবিশ্বাসী। তাই কিশোর ফুটবল একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো সমাজের তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছে। কিশোর ফুটবল একাডেমি—প্রতিভা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ, সুস্থ সমাজ গঠনে অনুপ্রেরণার উৎস।

