লাকনুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় শ্রমিককল্যাণ ফেডারেশনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বড় আইলচারা বাক্সব্রীজ মোড়ে শ্রমিক কল্যান ফেডারেশনের ইউনিয়ন কার্যালয়ে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর থানা সভাপতি আজমল ইসলাম, সভাপতিত্ব করেন শ্রমিককল্যাণ ফেডারেশনের আইলচারা ইউনিয়ন সভাপতি অ্যাড. বিশারত আলী মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশনের সদর থানা মিডিয়া বিষয়ক সম্পাদক খালিদ হাসান সিপাই, শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতা জহর মল্লিক, ইউনিয়ন সেক্রেটারি সাদ্দাম হোসেন, ফেডারেশনের ১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক ইদ্রিস আলী, সেক্রেটারি সোহাগ মন্ডল, ২নং ওয়ার্ডের নেতা জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন ও সেক্রেটারি নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মামুনুর রশীদ। অনুষ্ঠানে বক্তারা, দ্বীনি সংগঠনকে আরোও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। সেই সাথে জামায়াতের মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

