পাকুন্দিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার নির্বাচন বিভাগের উদ্যোগে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতে অফিসে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্পেইন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ এবং কটিয়াদি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, দারসুল কোরআন পেশ করেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের শূরা সদস্য ও মুহাদ্দিস মাওলানা মিনহাজ উদ্দিন।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রচারণা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের সকল কর্মী, রুকন সদস্য ও ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

