
মোঃ স্বপন হোসেন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার নির্বাচন বিভাগের উদ্যোগে সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে নির্বাচনী ক্যাম্পেইন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সুখিয়া জামায়াতের নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর শ্যূরা সদস্য মুহাদ্দিস মাওলানা মোঃ মিনহাজ উদ্দিনের দারসুল কোরআন পেশের মাধ্যমে ক্যাম্পেইন ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

নির্বাচনী ক্যাম্পেইনে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সাবেক পাকুন্দিয়া উপজেলা আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, চন্ডিপাশা ইউনিয়ন সভাপতি নুরুল্লাহ আনসারি, সেক্রেটারি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।
এছাড়াও সুখিয়া ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম, মশিউর রহমান, আলম মিয়া, আনিসুর রহমান, মোঃ জামাল উদ্দিন, মোসলেহ উদ্দিন চন্নু, আবু বাক্কার সিদ্দিক, আবু বাক্কার সহ চন্ডিপাশা ও সুখিয়া ইউনিয়ন জামায়াতের সকল কর্মী, রুকন সদস্য ও ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রচারণা আরও জোরদার করতে হবে।