
মোঃ নাজমুল হুদা, পাকুন্দিয়া সংবাদদাতা:
আজ আলোকিত পাকুন্দিয়া ফেসবুক গ্রুপের উদ্যোগে “আলোকিত পাকুন্দিয়া ব্লাড ডোনার সোসাইটি”-এর কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শিকদার ফ্রেশ ফুডের স্বত্বাধিকারী মাওলানা নাদিম শিকদার পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা করেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অনলাইন নিউজ পোর্টাল “পাকুন্দিয়া প্রতিদিন”-এর সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব আবুল খায়ের মো. আল হাসানাত, টোন মি-নন অভেন টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক জহিরুল ইসলাম ভাবন, অনার্স-মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টা জালাল মো. গাউছ (শাওন)।

অতিথিরা রক্তদানের গুরুত্ব, উপকারিতা ও সমাজে মানবসেবার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। এর মাধ্যমে মানুষ বাঁচে, সমাজে মানবিক মূল্যবোধ বৃদ্ধি পায়।”
অনুষ্ঠানে আলোকিত পাকুন্দিয়া’র মডারেটর মাকছুদ হাসান হৃদয়ের সভাপতিত্বে আলোকিত পাকুন্দিয়া’র অ্যাডমিন ও ক্রিয়েটর হাফেজ মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় ৩২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি এম এস মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ অপু, সাংগঠনিক সম্পাদক মারুফ উজ্জামানসহ অন্যান্যরা। নবগঠিত কমিটি ঘোষণা করেন ‘আলোকিত পাকুন্দিয়া’র অ্যাডমিন শাহিন আলম জয়।