
মোঃ স্বপন হোসেন, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানারঘাট বাইপাস সংলগ্ন এগারসিন্দুর ঈশাখান আলিম মাদ্রাসা মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে এগারসিন্দুর ঈশাখান আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান নজরুলের সভাপতিত্বে ও এগারসিন্দুর ঈশাখান আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মতিউর রহমানের সহ-সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ (পাকুন্দিয়া কটিয়াদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম, দিদারুল ইসলাম, মশিউর রহমান, মোদাররেস মাওলানা আমিনুল ইসলাম, এগারসিন্দুর ঈশাখান আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মুখলেছ উদ্দিন আকন্দ, মোঃ মুখলেছুর রহমান, বরাবর আলিম মাদরাসার (অব.) শিক্ষক মাওলানা আহম্মদ আলী, এগারসিন্দুর শাহী জামে মসজিদের খতিব মাওঃ আহসান উল্লাহ আকাশ, মাধবলা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মাহবুবুর রহমান, মুহাদ্দিস মিনহাজ উদ্দিন, জিয়াউর রহমান (জিয়া মুন্সি), মাওলানা হারুন অর রশিদ, মাজহারুল ইসলাম শাওন।

এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, এমদাদ মিয়া, মাহমুদুল হাসান লিমান, মোঃ কাজল মিয়া, মোঃ রফিক মিয়া, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহিম (টিপু), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৪নং এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মাহবুবুল আলম, শামীম আহমেদ, এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রনেতা মোঃ আকরাম হোসেন, মোঃ আতিকুল ইসলাম, ইতালী প্রবাসী হিমেল মিয়া, সৌদি প্রবাসী মোঃ বুলবুল মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ রাসেল, রিফাতুল্লাহ শাহীন ও মোঃ নিজাম উদ্দীন, দুবাই প্রবাসী মোঃ ফয়সাল মিয়া ও মোঃ নবী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগীত পরিবেশনায় ছিলেন জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী আবু উবায়দা, ধূমকেতু শিল্পীগোষ্ঠী, কিশোরগঞ্জ ও শিশু শিল্পী ওয়ালী উল্লাহ বিন আবুল কালাম। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহকারী পরিচালক আকরাম হোসেন ও তৌফিকুল ইসলাম রানা। অভ্যর্থনায় ছিলেন মিনহাজ, সজিব, হৃদয়, মোফাচ্ছেল, সাইফুল, শরিফ, রাব্বি, কালাম, জান্নাত, বাবু ও আলম।