
মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নদীর ডাউনস্ট্রিম থেকে কর্ণফুলী মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মোহাম্মদ রমজান আলী। এ সময় হালদা প্রকল্পের পাহারাদাররাও উপস্থিত ছিলেন। অভিযানে প্রায় ৫ হাজার মিটার সুতার জাল, তিনটি অবৈধ বেহুন্দি জাল ও ৩০ কেজি ছোট মাছ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ মাছ শিকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়।
পরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মুমিন মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। সম্প্রতি সরকার হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ এলাকা’ ঘোষণা করেছে। নদীর মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।