
সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. জহিরুল ইসলাম মবিনের বিশাল জনসমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) রাতে পুমদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে রামপুর বাজারে এ জনসমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।জনসমাবেশ উপলক্ষে সন্ধ্যা থেকেই পুমদী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

পুমদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাঞ্চন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মুনজুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু, যুগ্ম আহ্বায়ক সেলিম মাহবুব সবুজ, উপজেলা নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন জিয়া, শাহেদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেকুজ্জামান জুয়েল প্রমূখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা এইচ এম এরশাদ। অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ছিলেন যুবদল নেতা আবু বকর সিদ্দিকসহ এ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।