ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৭

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ৯, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল প্রতিনিধি:

সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামীলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও জাতীয় শ্রমিকলীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল শাখার সহ-সভাপতি জয়নাল আবেদীনও রয়েছেন। গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ত্রিশাল থেকে ঢাকার উত্তরা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় নিষিদ্ধ সংগঠনগুলোর এই নেতাকর্মীরা। এরেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের নেতৃত্বে অংশ নেন থানা টিম। ৭, ৮ ও ৯ নভেম্বর তিনদিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক কর্মী নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দেন জয়নাল আবেদীন ও তার সহযোগীরা।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ছিল। এদিকে, পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box