মোঃ সুমন মিয়া, নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলাধীন সুখিয়া বাজারের ফিড ব্যবসায়ী মোঃ এখলাস উদ্দিন (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) আনুমানিক বেলা ১২ঃ৩০ মিনিটে নিজেদের মাছের খামারে পানি দিতে গিয়ে পানির পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিতে পরে থাকতে দেখেন এলাকার লোকজন। দেখতে পেয়ে এলাকার লোকজন তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন গিয়ে মোঃ একলাস উদ্দিনকে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের লাশ তার নিজ বাড়িতে আনা হয়। পরবর্তীতে জানাজা সম্পন্ন করে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Facebook Comments Box

