শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক ফৌজিয়া খান-এর প্রতি সম্মাননা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। এ সময় জেলা জামায়াতের আমীর এবং কিশোরগঞ্জ-০৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী এবং জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ নাজমুল ইসলাম জেলা প্রশাসকের হাতে স্মারক উপহার তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা জেলা প্রশাসকের কর্মজীবনের সাফল্য ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
Facebook Comments Box

