
আব্দুল্লাহ আল আনসারী, কটিয়াদি (বনগ্রাম) প্রতিনিধি :
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় ৮নং শিমুহাদিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুম আঃ ছালাম স্পোটিং ক্লাবের আয়োজনে “মিনি ফুটবল টুর্নামেন্ট”-এর প্রথম সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত সেমি ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দক্ষিণ ভিটিপাড়া একতা স্পোর্টিং ক্লাব বনাম BSK স্পোর্টিং ক্লাব, বগাডুপি। দক্ষিণ ভিটিপাড়া একতা স্পোর্টিং ক্লাব তিন দুই গোলে হারিয়ে দিলেন BSK স্পোটিং ক্লাবকে। খেলা উপভোগ করতে মাঠে ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি, ও মরহুম আঃ ছালাম স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ বোরহান উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধক করেন বনগ্রাম ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বনগ্রাম ইউনিয়ন শ্রমিকদল সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া, বনগ্রাম ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মোঃ নাসির উদ্দিন রুবেল, মোঃ আসাদুল্লাহ ও বিশিষ্ট ব্যবসায়ী ও আমান ফিড ডিলার মোঃ হামদু মিয়া গোলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত খেলা পরিচালনা করেন বনগ্রাম ইউনিয়ন ছাত্রদল যুগ্ম আহবায়ক ও মরহুম আঃ ছালাম স্পোটিং ক্লাবের ক্রিড়া সম্পাদক মোঃ সারোয়ার আলম সানি।
দিনব্যাপী এই সেমি ফাইনাল ম্যাচে স্থানীয় তরুণ-যুবকদের উৎসাহ, উচ্ছ্বাস এবং ক্রীড়াপ্রীতি ছিলো চোখে পড়ার মতো। আয়োজকদের মতে, খেলাধুলার মধ্য দিয়েই সমাজে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে।