
মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে এ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুনিন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুকান্ত কুমার দে, উপ-সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধনের পর কর্মকর্তারা নির্মাণস্থল পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেন।