
মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে ফুটপাতে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে চার ড্রাইভারকে অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত হাটহাজারী বাস স্ট্যান্ড মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অভিযানে দণ্ডবিধি আইন ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী চারজনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্তরা হলেন— মো. আবু নাছের, পিতা ফুল মিয়া, হাটহাজারী, চট্টগ্রাম, মো. জসিম উদ্দিন, পিতা আমির হোসেন, বাস স্ট্যান্ড, হাটহাজারী, রায়হান, পিতা নুরুল হুদা, রাউজান, চট্টগ্রাম ও মো. আবু তৈয়ব, পিতা শামসুল আলম, মেখল, হাটহাজারী।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, এসব চালকরা রাস্তায় ও ফুটপাথে টেম্পু, সিএনজি ও মোটরসাইকেল পার্ক করে যান চলাচলে বাধা ও জনভোগান্তি সৃষ্টি করছিলেন।
প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।