ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে ব্যবসায়ী মার্কেটে হামলা ও লুটপাট: থানায় অভিযোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৩, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে এক ব্যবসায়ীর মার্কেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ বাবু ভূঁইয়ার মা মোছাঃ রাবেয়া বেগম বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ছিলিমেরকান্দি নোয়াহাটা এলাকায় তাদের মালিকানাধীন মার্কেটে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটের চারটি দরজা, একটি জানালা ও দেয়াল ভেঙে ফেলে। এতে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর হামলাকারীরা মার্কেটের ভেতরে প্রবেশ করে জুতা তৈরির সরঞ্জাম (মূল্য প্রায় ১০ লক্ষ ১০ হাজার টাকা) এবং ১০০ বস্তা ভুট্টা (২০০ মন, মূল্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা) গাড়িযোগে নিয়ে যায়।

অভিযোগে আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে সিদ্দিকুর রহমান তিতাস, সজিব, মজলু মিয়া, মনির এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি। তারা সবাই বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

রাবেয়া বেগম জানান, আমার ছেলে ব্যবসার কারণে বর্তমানে বগুড়ায় বসবাস করছেন। এই সুযোগে বিবাদীরা পূর্ব শত্রুতার জেরে তাদের মার্কেটে হামলা চালিয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখলেও বিবাদীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

সাক্ষী হিসেবে ছাদির মিয়া, চাঁন বাদশা ও মনিরুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

রাবেয়া বেগম বলেন, “আমরা আইনের প্রতিশ্রদ্ধাশীল শান্তিপ্রিয় মানুষ। কিছু দুষ্কৃতকারী আমাদের সম্পত্তি দখলের পাঁয়তারা চালাচ্ছে। আমি এর ন্যায্য বিচার চাই।”

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box