ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতু উত্তর থানায় পাল্টাপাল্টি প্রস্তুতি: লকডাউন ঠেকাতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ স্বপন বেপারী, লৌহজং প্রতিনিধি:

আওয়ামীলীগের ঘোষিত ১৩ তারিখের লকডাউন কর্মসূচি রুখে দিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে লৌহজং উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আওলাদ খান, কুমারভোগ ইউনিয়নের কাউসার তালুকদার এর পৃথক নেতৃতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। এতে লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল, কুমারভোগ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ, ভাঙচুর বা অন্য কোনো নাশকতামূলক কার্যক্রম থেকে বিরত রাখা এবং তাদের একত্রিত হতে বাধা দেওয়া। অবরোধকারী নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংসতা বা ভাঙচুরে লিপ্ত হননি; বরং শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করেছেন।

লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা বলেন, “আমরা এখানে কোনো অগ্নিসংযোগ বা ভাঙচুর করতে আসিনি। আমাদের লক্ষ্য আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের যেকোনো নাশকতা প্রতিরোধ করা। পুলিশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

এতে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পরিবহন মালিকেরা আতংকিত হয়ে গাড়ি বের করছেনা এতে করে তৈরি হয়েছে জনদুর্ভোগ এবং যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box