ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আইনজীবী ঐক্যপরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৩, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম রাহুল, ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহ জেলা আদালত প্রাঙ্গণে বুধবার সকালে সারাদেশে চলমান নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ আইনজীবী ঐক্য পরিষদ।

মিছিলটি জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয় আইনজীবী বার ভবনের সামনে। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

আইনজীবী রাশেদ হাসান জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস. এম. মশিউর রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস, আইনজীবী ফোরামের সাবেক সভাপতি দবির হোসেন, ইসলামী লইয়ারস কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম।

এছাড়াও আকিদুল ইসলাম, শামছুজ্জামান লাকি, ইশারত হোসেন খোকন, রাশিদুল হাসান জাহাঙ্গীর, রিয়াজুল ইসলাম রিয়াজ, আব্দুল আলিম ও অ্যাডভোকেট রাকিবুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও তাদের দোসররা। তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট শক্তির দাঁতভাঙা জবাব দেবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box