কটিয়াদি প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের মীরের পাড়ায় অগ্নিকাণ্ডে এক অসহায় প্রতিবন্ধীর বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুস সালামের একমাত্র ঘরটি আগুনে ভস্মীভূত হওয়ায় তিনি চরম বিপর্যস্ত অবস্থায় পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘরটি পুড়ে যাওয়ার পরিস্থিতি ঘুরে দেখেন এবং আব্দুস সালামকে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সেক্রেটারি মোঃ কামরান হোসেন কামাল, বাইতুল মাল সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক মোঃ দ্বীন ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং দ্রুত নতুন ঘর নির্মাণে সহায়তার আশ্বাস প্রদান করেন।
অগ্নিকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রতিবন্ধী আব্দুস সালাম মানবিক সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।

